সাতক্ষীরায় ১ লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবিতে মানবববন্ধন ও র্যালি
জাতীয়ভাবে ১ লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের (পাকাপোল সড়কে) শহীদ কাজল স্মরণীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কার সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুঁতি, বীর মুক্তিযোদ্ধা এবি এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাসদ নেতা প্রভাষক এম. ইদ্রিস আলি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য আব্দুর রহিম, বাবলুর রহমান বাবলুসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। অনেক আতœত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিল। তাদেরকে বাঙ্গালী জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হলে জাতির শ্রেষ্ট সন্তানদের আতœার শান্তি পাবে। স্বাধীনতার স্বপক্ষের মানুষের প্রাণের দাবী এ দিবসটি জাতীয়ভাবে ঘোষণা করার দাবী।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। মানববন্ধন কর্মসুচি শেষে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মুিক্তযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আব্দুর রশিদ।