যমুনা সার কারখানায় আগুন
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার মঙ্গলবার ভোরে অ্যামোনিয়া শাখার পি-হিটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় শত কোটি টাকার যন্ত্র পুড়ে গেছে।
কেপিআই-১ মানসম্পন্ন দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা সংশ্লিষ্টরা বলেন, কর্তৃপক্ষের অসর্তকতার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে। এতে উত্তরাঞ্চলের ২০টি জেলার সারের চাহিদা মেটানো এ কারখানায় আগামী এক বছরের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার শঙ্কা দেখা দিয়েছে।
কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী বলেন, আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্তের বিষয়, এখনই পুরোপুরি কোনোকিছু নিশ্চিত বলা যাচ্ছে না।
যমুনা সার কারখানাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে বারবার যান্ত্রিক ত্রুটি দেখিয়ে কারখানার উৎপাদন বন্ধ রাখার অভিযোগ রয়েছে।
বেশ কিছুদিন ধরেই যন্ত্রাংশ মেরামতের নামে উৎপাদন বন্ধ ছিল। দু-একদিনের মধ্যে কর্তৃপক্ষ উৎপাদন চালুর সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে রহস্যজনক কারণে অগ্নিকাণ্ড ঘটে এবং পুড়ে যায় শত কোটি টাকার মূল্যবান যন্ত্র।
জেএফসিএল সিবিএ’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, পি-হিটার আগুনে পুড়ে যাওয়ায় পুরো কারখানায় হাহাকার বিরাজ করছে। শ্রমিক-কর্মচারীরা শঙ্কায় ভুগছে।