কলারোয়ায় হরিদাস ঠাকুরের জন্মভিটায় ধর্মীয় উৎসব পালন উপলক্ষে পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়
কলারোয়া সীমান্ত ঘেঁষা কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দেশের চলমান আইন শৃঙখলা ও ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা বিষয় নিয়ে বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার মেরীনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, থানার সেকেন্ড অফিসার নাজিমউদ্দিন, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসলাম, উপজেলা খৃষ্টান এসিসোয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ.সভাপতি সুনিল সাহা, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, সন্তোষ পাল, সন্দীপ রায়, আনন্দ ঘোষ, অধ্যাপক অসিম ঘোষ, রনজিৎ ঘোষ, দীপক ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, বাপ্পি হালদার, মধু ঘোষ, উজ্জল দাশ, মাস্টার সুদর্শন হোড়, জয় দাস, উজ্জল ঘোষ। পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিম পাল বটু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ,কলারোয়ার ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বাবু রনজিৎ কুমার ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবারিত দাস বাবাজী, প্রাক্তন শিক্ষক নিরাঞ্জন কুমার পাল, যুগ্ম সম্পাদক সন্তেষ কুমার পাল, বিশাখা তপন সাহা, রনজিৎ দত্ত, মধুসূদন মন্ডল, ছায়ারানী বসু, জগদিশ ঘোষ,রবিন দাস, বিশ্বনাথ পাল, গোপাল পাল,কাকলী বসু, প্রশান্ত ঘোষ, সুশান্ত ঘোষ, স্বপন চৌধুরী, শান্ত কুমার পাল, রমাকান্ত সরকার, গনেশ চন্দ্র গুপ্ত,তপন কুমার রায়,গনেশ চন্দ্র দে,গীতা রানী পাল, গোষ্ট চন্দ্র পাল, বাদল চন্দ্র পাল, জীবন ঘোষ, অমল কুমার রায়, তৃপ্তি রানী রায়, তাপস কুমার পাল, কেঁড়াগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রম পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা-সদস্যও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।