তাইজুল ঘূর্ণিতে তিন দিনেই টাইগারদের টেস্ট জয়
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তাইজুল ঘূর্ণিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে বিধস্ত করে সিরিজের প্রথম টেস্ট জিতে নিল টাইগাররা। চোট কাটিয়ে দলে ফিরেই এ জয় পেলেন অধিনায়ক সাকিব আল হাসান। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনা আঘাতে ১৩৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। আর এতে তৃতীয় দিনেই ৬৪ রানে জয় পায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ বছর পর টেস্ট জয় পেল বাংলাদেশ।
প্রথমবারের মতো দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারাল বাংলাদেশ। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় জয়। আগের দুটি জয় ছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
দু’ ইনিংসে বাংলাদেশের স্কোর ৩২৪ ও ১২৫। আর ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ ও ১৩৯। এ ম্যাচ জয়ে বাংলাদেশ ১-০ তে এগিয়ে রইল চলতি টেস্ট সিরিজে। ৩৩ রানে তাইজুলের ৬ উইকেট। দুই ইনিংসে তাইজুলের ৭ উইকেট। আর প্রথম ইনিংসে অভিষেক টেস্টে ৫ উইকেট নেন দলে নবাগত নাইম হাসান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার লাঞ্চের আগেই সাকিব আল হাসানে ও তাইজুল ইসলামের জোড়া আঘাতে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। এরপর লাঞ্চের পর আঘাত হানে আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতে ৪৪ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা।
তাইজুল ইসলামের বলে শট খেলতে গিয়ে মিস করে বোল্ড হয়েছেন দেবেন্দ্র বিশু। ইনিংসে এটি তাইজুলের চতুর্থ উইকেট। বিশুকে ফিরিয়ে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে গেছে আরেক ধাপ। কেমার রোচকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন রোচ। আম্পায়ার যদিও প্রথমে আউট দেননি। বাংলাদেশ নেয় রিভিউ। তাতে পাল্টে সিদ্ধান্ত।
রোচের বিদায়ের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৭৫ রান। সুনীল অ্যামব্রিসের সঙ্গে যোগ দিয়েছেন জোমেল ওয়ারিকান। প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা শিমরন হেটমায়ারকে থামান মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে ১৯ বলে ৩ চার এবং ১ ছক্কায় ২৭ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এরপর প্রতিরোধগড়া শেন ডওরিচকে (৫) নিজের তৃতীয় শিকার বানান তাইজুল। খানিক বাদে তুলে নেন দেবেন্দ্র বিশুকেও (২)। এর পরের ওভারে কেমার রোচকে এলবির ফাঁদে ফেলে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। এ নিয়ে টানা তিন টেস্টে অন্তত এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি স্পিনার।
আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছিল সাকিব আল হাসানের দল। ফলে ২০৪ রানের লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশে। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে শেষ সেশনে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল লাল-সবুজরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৫.৫ ওভারে ১২৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিথুন ১৭, সাকিব ১, মুশফিক ১৯, মিরাজ ১৮, মাহমুদউল্লাহ ৩১, নাঈম ৫, তাইজুল ১, মুস্তাফিজ ২*; বিশু ৪/২৬, চেজ ৩/১৮, ওয়ারিকান ২/৪৩, গ্যাব্রিয়েল ১/২৪)
ওয়েস্ট ইন্ডিজ ২ম ইনিংস: (লক্ষ্য ২০৪) ১৩৯ (ব্রাফেট ৮, পাওয়েল ০, হোপ ৩, অ্যামব্রিস ৪৩ , চেজ ০, হেটমায়ার ২৭, ডোরিচ ৫, বিশু ২, রোচ ১, ওয়ারিকান ৪১, গ্যাব্রিয়েল ০; তাইজুল ৬/৩৩, সাকিব ২/৩০, মিরাজ ২/২৭)।