কলারোয়ায় দু’দেশের পতাকা বৈঠকে সীমানা পিলার থেকে পাকিস্তানের নাম তুলে ফেলতে নতুন উদ্যোগ
স্বাধীন বাংলাদেশের সীমানায় এখন থেকে আর পাকিস্তানের নাম থাকছে না । নতুন করে লেখা হবে বাংলাদেশের নাম । ভারতীয় বিএসএফ ও বিজিবির যৌথ এক সিদ্ধান্তে এমন এক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কাজ শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সীমান্তের পাচার অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের গোয়ালপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয় । ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় ।
অন্যদিকে ভারতীয় বিএসএফের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিজয় ডেমরী।
সাতক্ষীরা ৩৩ বিজিবির তথ্য কর্মকর্তা মিরাজুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।