আ. লীগের পক্ষে ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা
শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, তাতে বোঝা যাচ্ছে দেশের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি ব্যবসায়ী নেতা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শামীম ওসমানের পক্ষে উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেন তিনি।
মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হয়েছিলেন। তবে সেই সংসদ বেশিদিন টিকেনি। ঐবছরে পুনরায় নির্বাচনে শামীম ওসমান এ আসন থেকে এমপি নির্বাচিত হন।
শামীম ওসমানের পক্ষে ভোট চেয়ে মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় শামীম ওসমান যেভাবে উন্নয়ন করেছে তাতে আমরা সন্তুষ্ট। নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচন করতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সস্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী জেলা বিএনপির সদস্য ছিলেন। মোহাম্মদ আলী এফবিসিআই’র সাবেক সহ-সভাপতি এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। বর্তমানে মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।