বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম ফজিলাতুন্নেসা বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগের কারণে গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বর্ডারগার্ড অফ বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে সিএমএইচে তাকে দেখতে যান। এ সময়ে তার শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী এবং চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ওই দিনই সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই মুন্সী আসাদ রহমান জানান, বেগম ফজিলাতুন্নেছা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কোমরের ব্যথায় ভুগছিলেন।