রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে থানাঘাটা ইয়ং টাইগার্স চ্যাম্পিয়ন
সাতক্ষীরায় রসুলপুর ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির আয়োজনে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রসুলপুর যুব সমিতির প্রধান উপদেষ্টা এম জামান খান।
রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় এনাকুনডা বনাম থানাঘাটা ইয়ং টাইগার্স। টসে জিতে এনাকুনডা ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে। জবাবে থানাঘাটা ইয়ং টাইগার্স জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা বোলার নির্বাচিত হন থানাঘাটা ইয়ং টাইগার্সের সজল, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন একই দলের ইব্রাহীম ও সেরা ফিল্ডার মামুন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ক্রীড়াবিদ সিরাজ উদ্দিন খান, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি তৌফিক আলম খান, সৈয়দ আহম্মদ খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রসুলপুর ক্রীড়া সংস্থার সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মহিলা সমিতির সভাপতি ফারহানা খান জয়া, রসুলপুর যুব সমিতির সদস্য খান মোস্তাফিজুর রহমান, রসুলপুর ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর খেলা পরিচালনা কমিটির আক্তারুল, তানজাল খান, আসাদুজ্জামান বাবু, লিপু, হ্নদয়, অনিক, শুভ্র রহমান প্রমুখ।