প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বি. চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে একান্ত সাক্ষাৎ করেন তিনি।
গণভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী। তিনি বলেন, মঙ্গলবার রাতে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গণভবনে একাই গেছেন।
ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বিকল্পধারা, সেই প্রসঙ্গে আলাপ আলোচনার জন্যই গণভবনে গেছেন বি চৌধুরী।
ড. কামাল হোসেনের আহ্বানে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগে শুরু থেকে বিকল্পধারা থাকলেও শেষ পর্যন্ত মতদ্বৈততার কারণে তাদের বাইরে রেখেই গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট।
এরপর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের ঘোষণা দেয় বিকল্পধারা। তবে এই দুই দলের আসন সমঝোতার বিষয়ে এখনো কোনো খবর আসেনি।