সাতক্ষীরা ভাই ভাই একাদশকে হারিয়ে সরাপপুর সেমিফাইনাল
আশাশুনির শোভনালী ইউনিয়নের বাঁকড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ৮ দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় সাতক্ষীরা ভাই ভাই একাদশকে হারিয়ে সরাপপুর সেমিফাইনালে।জানা যায় মঙ্গলবার বিকাল ৩টায় বাঁকড়া ফুটবল মাঠে যুব কমিটির আয়োজনে সরাপপুর অগ্রণী যুব সংঘ ও সাতক্ষীরা ভাই ভাই একাদশ পরস্পরের মুখোমুখি হয়। টান টান উত্তেজনায় নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ৫-৪গোলে সরাপপুর অগ্রনী সংঘ সাতক্ষীরা ভাই ভাই একাদশকে পরাজিত করে।খেলায় ম্যান অপ দা ম্যাচ নির্বাচিত হন সরাপপুর অগ্রনী যুব সংঘের গোল রক্ষক টুটুল। সমগ্র খেলাটি পরিচালনা করেন নাসির হোসেন,শিমুল ও মনিরুজ্জামান।
এ খেলায় শোভনালী ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান,জাকির হোসেন,তুমুল গাজী,রবিউল ইসলাম। এ ছাড়াও উপস্হিত ছিলেন আসাদুল সাইদুল টুটুল, তাহমিদ, জিয়ারুল,ইয়াকুব, গোলাম, লালু, সাইফুল্লাহ মাষ্টার,শরিফুল,সাইফুল্লা ও আব্দুল্লা।