পর্যবেক্ষকদের ‘মূর্তির মতো’ থাকতে হবে: ইসি সচিব
অাসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না এবং কোনো ধরনের ছবি তোলা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘ভোটের দিন কোনো পর্যবেক্ষক মিডিয়ায় কোনো কথা বা মন্তব্য করতে পারবে না। তাদেরকে মূর্তির মতো থাকতে হবে। ভোটকেন্দ্রের ভেতরে পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। কোনো ধরনের ছবি তোলা যাবে না। গোপন ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রের ভেতরে যাই হোক না কেন তা নিয়ে মিডিয়ায় বক্তব্য দেয়া যাবে না।’
মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষকদের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের নিয়মাবলী ব্রিফকালে ইসি সচিব এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একটি ভোটকেন্দ্রে মাত্র দুটি মোবাইল ব্যবহার করা যাবে, একটি পুলিশের ইনচার্জ অপরটি প্রিজাইডিং অফিসার ব্যবহার করবেন।’
তিনি বলেন, ‘আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে নিবন্ধন বাতিল হয়। কারণ আপনাদের নিবন্ধন এনজিও ব্যুরোর কাছে। আমাদের প্রতিবেদন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।’
এ সময় অারও উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এ এস এম আসাদুজ্জামান প্রমুখ ।
ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ১১৮টি। যারা নিজ অর্থায়নে নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করে।
প্রসঙ্গত: পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।