কেন বাদ পড়লেন লিটন?
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণেই টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। অবশ্য লিটনকে বাদ দেওয়াতে ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর কারণ টেস্টে যেই পজেশনে খেলে লিটন এর আগে রান পেয়েছিলেন সেখানে না খেলিয়ে ওপেন করানোর কারণেই এমন বাজে পারফরম্যান্স বলে মত অনেকের। তাই লিটনকে ভালোমতো ব্যবহার না করতে পারা বোর্ডেরই অদক্ষতা বরে মনে করেন তারা।
জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট সিরিজগুলোতে অন্য খেলোয়াড়দের তুলনায় খুব একটা বাজে পারফর্ম করেননি লিটন। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে বিগত ৩-৪টি টেস্ট সিরিজে পুরো বাংলাদেশ বাজে পারফরম্যান্স করেছে। সে হিসেবে দলীয় বাজে পারফরম্যান্সের বাইরে তুলনামূলক ভালো খেলেছিলেন এই ওপেনার। এর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে ৯৪ রানের ম্যাচ বাঁচানো ইনিংসও অন্তর্ভুক্ত।
টেস্টে ওপেন করার থেকে মাঝে নামতেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করেন লিটন। তাঁর করা আগের ইনিংসগুলো অবশ্য সেই কথাই বলছে। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত তিনটি অর্ধশতক পেয়েছেন লিটন।
মিডল অর্ডারে ভালো খেলা একজন ব্যাটসম্যানকে তামিমের অভাব পূরণে ওপেন করানো এবং বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে দল থেকেই ছিটকে গেলেন লিটন। দোষটা আসলে কার? দলের অন্যতম সেরা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান লিটন। টেস্টে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা ওপেনিংয়ের পর ছয়ে ব্যাট করা ব্যাটসম্যানের। লিটন হতে পারতেন সেই জায়গার যোগ্য উত্তরসরী। কেননা এই পজেশনে নেমেই রান পেয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজের আগের সিরিজগুলোতে। কিন্তু হুট করে ওপেন করানোর কারণেই লিটনের এমন বাজে পারফরম্যান্স।