বসনিয়াকে হারিয়ে জয়ে ফিরল স্পেন
টানা দুই হারের পর জয়ে ফিরেছে স্পেন। ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জয় পেয়েছে স্পেন।
স্পেনের লাস পালমাসে রোববার রাতে প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
উয়েফা নেশন্স লিগে অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিল স্পেন।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা স্পেন প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। এ সময়ে প্রতিপক্ষকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি বসনিয়াও।
প্রায় শেষের দিকে গোলের দেখা পায় স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে বাঁ পায়ের শটে জালে পাঠান অভিষিক্ত সেল্তা ভিগোর ব্রাইস মেন্দেস।
এই জয় দিয়েই এ বছরের পথচলা শেষ হলো রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা স্পেনের।
Please follow and like us: