শ্যামনগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শ্যামনগরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ২৫ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১৮ নভেম্বর ১১নং পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ে ১১নং পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবা অফিস ফিল্ড সুপার ভাইজার (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল, ইউনিয়ন সমাজ কর্মী তারক নাথ দেবনাথ, মৃণাল কান্তি স্বর্ণকার, রহমত আলী, রণজিৎ কুমার মন্ডল, হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল মাদ্রাসার ২৫ প্রতিবন্ধী শিক্ষার্থী প্রত্যেকে ব্যাগ,খাতা, কলম জ্যামিতি বক্স সহ শিক্ষা উপকরণ প্যাকেজ হিসাবে বিতরণ করা হয়। এধরণের উদ্যোগকে সম্প্রসারিত করে এ ধারা অব্যাহত রাখতে আহবান জানানো হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ ধরণের শিক্ষা উপকরণ পেয়ে দারুন আনন্দিত হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজমুল ইসলাম।