শ্যামনগরের নওয়াবেঁকীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে উদ্বোধন করা হয়। আজ ১৮ নভেম্বর শাখাটি উদ্বোধন করেন প্রধান অতিথি এসভিপি ও হেড অব জোন খুলনা মাকসুদুর রহমান। এসপিও ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শ্যামনগর শাখা প্রধান মেসবাহ উদ্দীন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সালেহ বাবু, প্রতাপনগর সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল কবীর, মাওলানা নুরুল আমিন, নুরুজ্জামান, শাখা সত্ত্বাধিকারী নাজমুল হাসান, ব্যাংক অফিসার মোস্তফা খালিদ হোসাইন, আফসার উদ্দীন, আমিনুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জোনাল অফিসার আবু হেলাল মোঃ তারেক। প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুর রহমান বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।