কালিগঞ্জে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৭ শত ৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
কালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। উপজেলার পৃথক ১২টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ও এবতেদায়ী মিলে ৪ হাজার ৯ শত ৮জন পরীক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭ শত ৫ জন অংশ গ্রহণ করে। ১৭৩জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষার ১ম দিনেই অনুপস্থিত ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে জানাগেছে, কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১ শত ৯৮জন পরীক্ষার্থী ( ছাত্র ২ হাজার, ছাত্রী ২ হাজার ১ শত ৯৮) ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ শত ৩৭জন পরীক্ষার্থী (ছাত্র ২ শত ৭৫, ছাত্রী ২ শত ৬২) অংশ গ্রহণ করেন। কালিগঞ্জে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র গুলো হল কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমী, চৌমহুনী মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল আ,প্র,চ মাধ্যমিক বিদ্যালয়, ফুতেপুর মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা, বড় শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, ডাঃ মুজিব রুবি মডেল হাইস্কুল, উকসামাধ্যমিক বিদ্যালয়, রতনপুর টিএন বিদ্যাপীঠ ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়।