ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ৪
রংপুর সদর উপজেলার লাহিরীর হাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে একটি ট্রাক সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিল। এ সময় লাহিরীরহাট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চারজন মারা যান। আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us: