কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
উৎসব মুখর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে কেক কেটে কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা মোজাফ্ফার গার্ডেনে( মন্টু সাহেবের বাগান বাড়ী) কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন উপলক্ষে এক অনুষ্ঠান অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ আব্দুল করিম মামুন হাসান, কুয়েত প্রবাসী জি এম জাহিদুর রহমান, সমাজ সেবক জাহাগীর আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনলাইন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ইশারাত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম, কোষাধ্যক্ষ শের আলী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান সবুজ, সদস্য বাইজিদ আলম, মাষ্টার মহিবুল্লাহ, আক্তাবুজ্জামান, আনোয়ারুল ইসলাম, সাংবাদিক ফরিদুল কবিরসহ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। দুপুরে মোজাফ্ফার গার্ডেনে সকলকে অপ্যায়ীত করা হয়।