কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য হলেন এমপি জগলুল
শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সিভিল সার্জন আলহাজ্ব ডাঃ এম,এ জলিলে-এর ছেলে সাতক্ষীরা সংসদীয়-০৪ আসনের এম,পি এস,এম জগলুল হায়দারকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ই নভেম্বর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত একপত্রে বিষয়টি জানানো হয়। তার স্বাক্ষরিত পত্রে জানানো হয় একাত্তর সূচিত মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্রের ধারা ৯ ‘গ’ এর (১) ২০১০ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালা ২০১৩ ধারা (১৭) এর আলোকে এম,পি জগলুল হায়দারকে কেন্দ্রীয় জাতীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
Please follow and like us: