শ্যামনগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শ্যামনগরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ২৫ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১৭ নভেম্বর ১১নং পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে দঃ পাখীমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ১১নং পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াসিম উদ্দীন, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল মনির, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শফিউল আযম, এসএমসি সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, প্রধান শিক্ষক দীপংকর ঘোষ, প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, শওকাত হোসেন, শাপলা সংঘ সভাপতি শামীম হোসেন(রানা) প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল মাদ্রাসার ২৫ প্রতিবন্ধী শিক্ষার্থী প্রত্যেকে ব্যাগ,খাতা, কলম জ্যামিতি বক্স সহ শিক্ষা উপকরণ প্যাকেজ হিসাবে বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ ধরণের শিক্ষা উপকরণ পেয়ে দারুন আনন্দিত হয়। এধরণের উদ্যোগকে সম্প্রসারিত করে এ ধারা অব্যাহত রাখতে আহবান জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার সুব্রত কুমার মন্ডল।