বাঁশদহা শহীদ স্মৃতি কলেজে সংঘর্ষ আটক-১
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ টি সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম ভিটা বাঁশদহা অবস্থিত। বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ডাক্তার মোঃ শহিদুর রহমান (সহযোগী অধ্যাপক পিজি হাসপাতাল) এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন কলেজটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ডাক্তার সাহেব সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান মোশা( চেয়ারম্যান) এবং ডাক্তার মোঃ শহিদুর রহমান এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ লেগেছিল। শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার শহিদুর রহমান এবং তার লোকজন কলেজে প্রবেশ করলে অধ্যক্ষ এবং ডাক্তার সাহেব এর মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। অধ্যক্ষ তার অফিস রুমে প্রবেশ করতে চাইলে ডাক্তার শহিদুর রহমান এর ভাতিজা কামারুল ইসলাম অধ্যক্ষ কে তার রুমে যেতে বাধার সৃষ্টি করে। কথা কাটাকাটির একপর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তখন পাশে থাকা শিক্ষক মন্ডলী এসে ডাক্তারের ভাতিজা কামারুল কে অধ্যক্ষ রুমে আটকে রাখে। এবং সাতক্ষীরা থানায় খবর দেয়। পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে কামরুলকে থানা পুলিশের হেফাজতে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্মৃতি কলেজের অধ্যক্ষ শিক্ষক মন্ডলী থানায় হাজির হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।