জয়নগর কিশোর ক্লাবে ২ দিনের মাসিক প্রশিক্ষণ
দুই দিন যাবৎ জয়নগর দক্ষিণ পাড়া কিশোর ক্লাবের মাসিক প্রশিক্ষণ চলছে, কিশোর কিশোরি দের নিয়ে,আয়োজনে সাসটেনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এ্যান্ড লিংকেজেস (সফল -২),প্রশিক্ষণের এবারের আলোচ্য বিষয় ছিল কিশোর কিশোরীদের জীবন দক্ষতা,জীবিকায়ন দক্ষতা এবং নেতৃত্ব দানের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ,প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ইলা রানী মন্ডল (CNV),কংকন বিশ্বাস (FO),এছাড়াও উপস্থিত ছিল কিশোর ক্লাবের ২০ জন প্রশিক্ষণার্থী,প্রশিক্ষণের সময় কাল সকাল ৯ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত,প্রশিক্ষণে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে একটি খাতা,একটি কলম,একটি স্কেল,আরও থাকছে দুপুরের নাস্তা,২০০ টাকা।ইলা রানী মন্ডল এবং কংকন বিশ্বাস কিশোর কিশোরীদের জীবন দক্ষতা,নেতৃত্ব দানের ক্ষমতা,জীবিকায়ন দক্ষতা বিষয়ে কিশোর কিশোরীদের সুন্দর ভাবে বোঝাচ্ছে,এবং সবশেষে কিশোর কিশোরীদের জন্য থাকছে কুইজ পর্ব।