বাগেরহাট-৪ আসনে আ. লীগের ৩০ ও বিএনপি ২২ মনোনয়ন প্রত্যাশী

বাগেরহাটে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে জেলার ৪টি আসনে দেশের প্রধান দুই রাজনৈতিকদল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দল থেকে ৬০ জন মনোনয়ন কিনেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩০ জন, বিএনপির ২২ জন, জাতীয়পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন এবং জামায়াতে ইসলামীর ২ জন (স্বতন্ত্র হিসেবে) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন বর্ষীয়ান ও প্রবীণ বেশ কয়েকজন নেতা।

এছাড়াও দেশবরেণ্য অনেক তরুণ আলোচিত নেতাও প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রয় প্রক্রিয়া শেষ হলেও অন্য দলের মনোনয়ন বিক্রয় চলছে বেশ জোরেসোরেই। দলীয় মনোনয়ন কেনা ও চূড়ান্তভাবে দলের প্রার্থী মনোনীত হতে বাগেরহাট জেলা ও উপজেলার অসংখ্য নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। তাই শেষ মুহূর্তে কে চূড়ান্ত প্রার্থী মনোনীত হন সেটা জানতেই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।

এদিকে, দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে বাগেরহাটে প্রকাশ্যে আসতে শুরু করেছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অভ্যান্তরিন কোন্দল। দলের অভ্যান্তরিন কোন্দলের বিষয়টি নিয়ে এ দুই দলের নেতারা প্রকাশ্যে এতদিন কিছু না বললেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রুপ নিয়েছে। তাই বাগেরহাটের ৪টি আসনেই বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিয়ে বিএনপি-আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে শেষ মূহুর্তে কে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিবেন সেটিই এখন দেখার বিষয়।

বাগেরহাট-১ আসন (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট): চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসন থেকে একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি বঙ্গবন্ধুর ভাই-পো শেখ হেলাল উদ্দীন। বিএনপির পক্ষে মনোনয়ন কিনেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন, বিএনপি নেতা মাসুদ রানা, রবিউল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রী রুনা গাজী, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শরিফুল কামাল কারিম ও আহসান হাবিব ঠান্ডা। এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করছেন আল জুবায়ের এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. লিয়াকত আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর– ও কচুয়া): বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শেখ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বর্তমান এমপি মীর শওকত আলী বাদশা, সাবেক এমপি সাখাওয়াত আলী দারুর স্ত্রী ফরিদা আক্তার বানু লুসি, সাবেক এমপি সাখাওয়াত আলী দারুর এক মাত্র কন্যা মীর জেনিয়া সাখাওয়াত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ বশিরুল ইসলাম, আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শিকদার আবু বক্কর সিদ্দিক, হাসিবুর রহমান ও জেলা আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান মিঠু, তুষার কান্তি মন্ডল।

এ আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামী মনিরুল ইসলাম খান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এটিএম আকরাম হোসেন তালিম, ব্যারিস্টার জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, যুবদল নেতা সুজাউদ্দিন মোল্লা সুজন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা সহ-সভাপতি মাস্টার ইদ্রিস আলী মৃধা।

বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা): রামপাল ও মোংলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠিত। এই আসন থেকে আওয়ামী লীগের পে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খুলনা সিটি করপোরোশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার, চিত্র নায়ক শাকিল খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান, শেখ মো. আবু হানিফ, ইকবাল লতিফ হাসান, ইব্রাহিম হোসেন, সুনিল কমার বিশ্বাস, শরিফুল ইসলাম বিথি ও ইদ্রিস ইজারাদার।

এ আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. লায়ন ফরিদুল ইসলাম, শামিমুর রহমান ও মংলা পৌরসভার মেয়র জুলফিকার আলী। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করছেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মাওলানা মো. শাহজালাল সিরাজী দলীয় মনোনয়ন কিনেছেন।

বাগেরহাট-৪ আসন (শরণখোলা-মোরেলগঞ্জ): এই আসনে আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি বর্তমান এমপি ডা. মোজ্জাম্মেল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পুলিশের সাবেক এআইজিপি অধ্যাপক আব্দুর রহিম খান, মোরেলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার, মালয়েশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমআর জামিল হোসাইন, শরনখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, এম এমদাদুল হক, এইচ এম রানা।

এই আসনে বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড.ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির নেতা খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির, মনিরুল হক ফরাজী, অ্যাডভোকেট ফারজানা নিপা, শরিফ মোস্তফা জামাল লিটু ।

জাতীয় পার্টির পক্ষে মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় নেতা সোমনাথ দে। জামায়াত নেতা বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন মাওলানা আব্দুল মজিদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)