হাড়দ্দহা প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোর এবং সেফটি ও হাইজিন কর্নারের উদ্বোধন
সাতক্ষীরার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোর এবং সেফটি ও হাইজিন কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা। একই সাথে সেখানে বাবা-মার প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুইয়ে দিয়ে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিরল দৃষ্টান্ত রাখে।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজগর আলীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সততা ষ্টোর এবং সেফটি ও হাইজিন কর্নারের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদৌস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সেলিম, সহকারী প্রধান শিক্ষক মেহেরুন নেছা, শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের বাবা-মার প্রতি ভালবাসার নিদর্শন স্বরুপ তারা তাদের মায়েদের পা ধুইয়ে দেয়। একই সাথে বৃদ্ধ বয়সে তারা যাতে তাদের বাবা-মাকে অবহেলা না করে সে জন্য এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানটির আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।