নেইমারের গোলে ব্রাজিলের সহজ জয়
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমারের একমাত্র গোলেই জয় পায় ব্রাজিল।
ম্যাচের শুরু থেকে ব্রাজিল আক্রমণের ওপর থাকলেও আক্রমণভাগের ভারসাম্যহীনতার অভাবে গোলের দেখা পাচ্ছিল না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু ফিলিপ লুইসের বাড়ানো ক্রস থেকে নেইমার জাল খুঁজে নিলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ২৪ মিনিটে দানিলোর ভুলে ডিবক্সে বল পেয়ে সুয়ারেজের শট কর্নারের বিনিময়ে রক্ষা ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক এলিসন।
প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সহজ সুযোগ নষ্ট করে বার্সেলোনা স্ট্রাইকার সুয়ারেজ। কাভানির বাড়ানো পাস থেকে এলিসনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিছুটা গুছিয়ে খেলা শুরু করে। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোকে ডি-বক্সের মধ্যে করা এক ফাউল থেকে পেনাল্টি আদায় করে নেয় ব্রাজিল। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন নেইমার। সেই সঙ্গে নেইমার ব্রাজিলের জার্সি গায়ে ৬০টি গোল করেন।
শেষ দিকে উরুগুয়ে বিক্ষিপ্ত কিছু আক্রমণ চালালেও পরিপূর্ণ সুযোগের অভাবে নেইমারের ওই এক গোলেই হার মেনে নিতে হয় তাদের।