কলারোয়ায় ফিরোজ আহম্মেদ স্বপনকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে গণমিছিল
তালা-কলারোয়া আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের মনোনয়নের দাবিতে কলারোয়ায় বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ তোরণ থেকে একটি গণমিছিল কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার মানুষ এই গণমিছিলে অংশ গ্রহণ করেন। গণমিছিল শেষে পৌর শহরের রূপালী ব্যাংক ভবন চত্বরে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, তালা-কলারোয়ার গণমানুষের অধিকার বাস্তবায়নের জন্য ত্যাগী ও পরীক্ষিত নেতা ফিরোজ আহম্মেদ স্বপনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।
সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান শেখ আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শহিদ আলি, যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, মাস্টার শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, সাহিদুজ্জামান সাইদ, যুবলীগ নেতা জুলফিকার হোসাইন, নয়ন হোসেনসহ বিপুল সংখ্যক দলীয় নারী কর্মী ও সমার্থক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম।