জেলা জাতীয় পার্টির শোক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের বাবা জিএম আবু দাউদ (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার দুপুরে স্টোক করে তিনি ইন্তেকাল করেন।
জাপা নেতার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম, এস.এম নজরুল ইসলাম, এস.এম আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, পৌর জাপার সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা জাপার সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু তাহের, ছাত্রসমাজ জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।