বিকেলে আসছে ওয়েস্ট ইন্ডিজ দলের একাংশ
ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা ছিল ১৫ নভেম্বর। কিন্তু ভারত সিরিজ শেষ হয়ে যাওয়ায় একদিন আগেই চলে আসছেন দলটির একাংশ।
জানা গেছে, আজ বিকেলের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারা। এদিনই সন্ধ্যায় চট্টগ্রাম চলে যাবেন তারা। অন্যরা বৃহস্পতিবার আসবেন।
সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি দলের যারা টেস্ট স্কোয়াডেও আছেন তারাসহ কয়েকজন কোচিং স্টাফ থাকছেন অগ্রবর্তী এই দলে।
সফরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
চট্টগ্রাম টেস্টের আগে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডারের দল।
Please follow and like us: