মাশরাফিকে নিয়ে আমিনুলের মন্তব্য
মাশরাফিরা এলে পার্লামেন্টের চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে ঢাকা-১৪ ও ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুইটি মনোনয়নপত্র কেনেন আমিনুল হক। আর সেসময় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, তাকে স্বাগত জানাই। সে অত্যন্ত ভালো ছেলে। আমি মনে করি মাশরাফির মতো ছেলেরা রাজনীতিতে আসলে পার্লামেন্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে। পরিবর্তন আসতে বাধ্য। তার মতো আরো তরুণদের এগিয়ে আসা উচিত।
একাদশ সংসদ নির্বাচনের জন্য নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
Please follow and like us: