পাইকগাছা প্রেসক্লাবের কমিটি গঠন
অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনার পাইকগাছায় আগামী ৩ বছর মেয়াদী প্রেসক্লাব পাইকগাছার কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব পাইকগাছার অস্থায়ী কার্যালয়ে জগদীশ চন্দ্র রায় কে সভাপতি ও মৃত্যুজ্ঞয় সরদার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্ধরা হলেন, সিনিয়র সহ সভাপতিঃ মিজানুর রহমান মিজান, সহ-সভাপতিঃ প্রভাষক এস, রোহতাব উদ্দিন আহম্মেদ, জয়ন্ত কুমার মন্ডল, দীপক কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদকঃ গাজী আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদকঃ জি, এম আলামিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, আইন বিষয়ক সম্পাদকঃ শিবু প্রসাধ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকাঃ ফাতিমা-তুজ-জোহুরা (রুপা) ও কার্যকরী সদস্য -মোঃ আসাদুজ্জামান খাঁন, মধুসূদন মন্ডল, চন্দ্র শেখর মন্ডল এবং এ কমিটির উপদেষ্টা মণ্ডলীরা হলেন -মেয়র সেলিম জাহাঙ্গীর, সমীরণ সাধু ।
উল্লেখ্য, প্রেসক্লাব পাইকগাছার সাবেক সভাপতি প্রকাশ ঘোষ বিধান প্রেসক্লাব পাইকগাছা কে অবৈধ ঘোষণা করে পাইকগাছা প্রেসক্লাবের একাংশের দ্বারা গঠিত বিগত ৭ই অক্টোবর প্রেসক্লাব পাইকগাছার সাবেক সভাপতি প্রকাশ ঘোষ বিধান অত্র প্রেস ক্লাবের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ পূর্বক বিগত দিনের কমিটির সকল সদস্যদেরকে উপেক্ষা করে নিজ সিদ্ধান্ত মতে পাইকগাছা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ গ্রহণ করায় গত ০৯/১০/২০১৮ তারিখে প্রেসক্লাব পাইকগাছার এক জরুরি বর্ধিত সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে প্রেসক্লাব পাইকগাছা থেকে প্রকাশ ঘোষ বিধান কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয় বলে প্রেসক্লাব পাইকগাছার প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায় ।