প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা দিল বিএনপি
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের দায়েরকৃত মিথ্যা ও গায়েবি মামলার তথ্যসহ তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
মঙ্গলবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর পত্রগ্রহণ শাখা মামলার নথিসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রটি গ্রহণ করেন কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন।
এসময় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং মামলার তথ্য সংগ্রহকারী সালাহ উদ্দিন খান সঙ্গে ছিলেন।
Please follow and like us: