খাজরায় বিয়ের প্রলোভনে প্রেম:ঢাকায় ফেলে পলায়ন
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে গদাইপুর গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে ভাড়া বাসায় বসবাসের পর ফেলে রেখে পালানোর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গদাইপুর গ্রামের হরিপদ সরদারের কন্যা স্বামী পরিত্যাক্তা চিন্তা রানী বাদী হয়ে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে প্রকাশ, কাপসন্ডা গ্রামের আল-আমিন এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২/৩ মাস পূর্বে একই গ্রামের রকিব হোসেনের সহায়তায় সে তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি গার্মেন্টস-এ চিন্তারানীর চাকরী হয়। তারা একটি ভাড়া বাসায় একই সাথে বসবাস করতে থাকে। এক পর্যায়ে চিন্তারানী আল-আমিনকে বিয়ের করার ব্যবস্থা করতে প্রস্তাব দেয়। কিন্তু সে আজ কাল করে সময় ক্ষেপন করতে থাকে।
গত ৯ নভেম্বর আল-আমিন চিন্তাকে ভাড়া বাসায় ফেলে রেখে পালিয়ে আসে। পালিয়ে যাওয়ার বিষয়টি অনুমান করে চিন্তা বাড়ি ফিরে বিবাদীর বাড়িতে গিয়ে ওঠে। তখন তাকে অকথ্য ভাষায় গালিগালাছ করে বাড়ি হতে বের করে দেওয়া হয়।এ ব্যাপারে অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলি জানান, তাকে ঢাকায় নিয়ে গেছে এ অভিযোগ এলাকার সবার মুখে মুখে। তবে কেস হয়েছে কিনা, মেয়ে কোথায় আছে তিনি জানেননা বলে জানান। এব্যাপরে অভিযুক্ত আল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।