সিডিও ইয়ুথ টিম শ্যামনগরের কাশিমাড়ী ইউনিটের কমিটি গঠন
সোমবার বিকাল ৪ টায় সেচ্ছাসেবী সংস্থা সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিটের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের সভাপতি জিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিডিও ইয়ুথ টিমের পরিচালক, উপজেলা রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য সচিব আব্দুল আলিম, ঈশ্বরীপুর ইউনিয়ন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক জগবন্ধু কয়াল, সদর ইউনিয়ন সিডিও ইয়ুথ টিমের যুম্ন সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক তুহিন।
পূর্ব গোবিন্দপুর যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।
এতে জিএম হুমায়ূন কবির কে সভাপতি ও রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি মহসিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক আল মামুন, প্রচার সম্পাদক তানভীর হোসেন, ক্রীড়া সম্পাদক তাহমিদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাহদুর রহমান, অর্থ সম্পাদক আলমগির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।