রেকর্ড গড়লেন মুশফিক
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মুশফিক। আর রেকর্ড গড়া ইনিংসে পিছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।
মিরপুরে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৬ রানে তিন উইকেট হারাইয় মাহমুদউল্লার দল। এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে শুধু বিপর্যয় সামাল দেয়াই নয়, দলকে এই ম্যাচের চালকের আসনেও বসিয়ে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাদের ২৬৬ রানের রেকর্ড জুটি ভাঙে ব্যক্তিগত ১৬১ রানে মুমিনুলের বিদায়ে। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ডাবল সেঞ্চুরি মিস করলেও ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিকও এখন তিনি। এর আগে শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের আরো একটি ইনিংস খেলেছিলেন তিনি।
৫২২ রানে বাংলাদেশ যখন নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে তখন ব্যক্তিগত ২১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক। আর এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হয়ে সাকিবের গড়া ২১৭ রানের ব্যক্তিগত রেকর্ড ছাড়িয়ে যান মিঃ ডিপেন্ডেবল খ্যাত মুশফিক।