তালা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তালা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা খানম, তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের ২জন প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, মোজাফ্ফর রহমান, মতিয়ার রহমান, এম. মফিদুল হক লিটু, রাজিব হোসেন রাজু, কামরুজ্জামান লিপু সহ কমিটির সদস্য সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তালা উপজেলার ২টি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা; একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত রাখতে প্রশাসনিক নজরদারী জোরদার করা; নির্বাচনকালীন সকল বিশৃঙ্খলা রোধ, অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ক্ষেত্রে কোনও রুপ বাঁধা না আসে সেবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্রের ঝুঁকি নিরসন এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী আচরবিধি বাস্তবায়নের উপর সহ সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: