সাতক্ষীরা-৩ ( আপডেট) আ’লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। জানা যায়, শুক্রবার (০৯ নভেম্বর) সকাল থেকে সোমবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আঃ সোবহান গোলাপের হাতে এই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেন্স এন্ড টেকনোলজির উপাচার্য ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ, ডা. আফম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, এ্যাড. গাজী লুৎফর রহমান, সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মো. আজাহারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সাতক্ষীরা-৩ আসনে ঢাক ঢোল পিটিয়ে গণসংযোগ করেছিল বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশীরা। তবে এখন দেখা নেই কোন প্রার্থীর। এমন সময়ে সাধারণ ভোটাররা চালিয়ে যাচ্ছেন তাদের আলোচনা ও সমালোচনা। তবে বেশিরভাগ প্রার্থীর সমালোচনা থাকলেও জনপ্রিয় হয়ে আলোচনায় রয়েছে সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেন্স এন্ড টেকনোলজির উপাচার্য ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবাহাটা-কালিগঞ্জ একাংশ নিয়ে গঠিত) আসনের একাধিক সাধারণ জনগনের সাথে কথা বলে জানা যায়। এরই মধ্যে তিন উপজেলার মধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেন্স এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ।