দ্বিতীয় দিনেও দূর্দান্ত টাইগাররা
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ভাল সূচনা করেছে টাইগাররা।
এ রিপোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৬৫ রান।
সাবধানি ভঙ্গিতে খেলা শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ধীর-স্থিরভাবে ব্যাট করছেন দ্বিতীয় দিন। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ১৩৫ রানে আর অপরপ্রান্তে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ ৩৫ রানে। তাদের ব্যাটিং দেখে বোঝা যায়, বেশ বড় সংগ্রহ হতে চলেছে বাংলাদেশের।
দিনের শুরুতে প্রথম ১০ ওভার পেসারদের দিয়ে আক্রমণ করে জিম্বাবুয়ে। কিন্তু ভাল রক্ষণে প্রতিহত করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ। টাইগারদের এমন ব্যাটিংয়ের তোপে শততম ওভারে এসে আরেকটি বড় আঘাত পায় জিম্বাবুয়ে। পায়ের মাংসপেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন পেসার তেন্দাই চাতারা।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস এবং তেন্দাই চাতারা।