জামিনে মুক্ত আমীর খসরু
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে রোববার জামিননামা আসে কারাগারে। এটি যাচাই-বাছাই করে আজ আমীর খসরুকে মুক্তি দেয়া হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ফাঁস হলে উস্কানির অভিযোগে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) এই মামলায় গত ২১ অক্টোবর কারাগারে পাঠায় আদালত।
Please follow and like us: