কাল জানা যাবে নির্বাচন পেছানো হবে কি না
বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবির মুখে নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার (১২ নভেম্বর) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
নির্বাচন পেছানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সেটা আমি এখন বলতে পারবো না। কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাতে পারবো। এগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিইনি। আমাদের সঙ্গে কথা হয়নি এসব নিয়ে। ’ তবে বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু এটা কবে কখন কি হবে, বা পেছানোর বিষয়ে এখনই কিছুই বলতে পারবো না। কারও সঙ্গে কিছু বলিনি। আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। ’
উল্লেখ্য, শরিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে রবিবার (১১ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।
তবে তফসিল পিছিয়ে নির্ধারিত তারিখের একমাস পর নির্বাচন দেয়ার জন্য কমিশনের প্রতি দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্যদিকে নির্বাচন এক সপ্তাহ পেছানোর দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে বি.চৌধুরীর যুক্তফ্রন্ট।
এদিকে তফসিল কিংবা নির্বাচন পেছানোর ব্যাপারে দলের অবস্থান তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের তফসিল পেছানো হলে বা পুনঃতফসিল হলে আওয়ামী লীগের আপত্তি নেই। কিন্তু সেটা হতে হবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে। ’
এর আগে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।