এল্লারচরে ৪দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচরে ৪ দোলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এল্লারচর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মেরিনা আক্তার। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই মিরাজ আহম্মেদ, এএসআই কুতুব উদ্দীন, ফিংড়ী যুবলীগের সাবেক সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক অজয় দাশ, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দীন সরদার প্রমুখ। উদ্বোধনী খেলায় কুখরালি ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় কালিগঞ্জ ফুটবল একাদশ।