কালিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় (পর্যায়) প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতা ইউ এন ডিপি সহযোগী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর সহযোগিতায় কুশুলিয়া ইউনিয়নের আয়োজনে সাড়ে ১০ টায় ইউনিয়নের হল রুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মেহেদি হাসান (সুমন) । তিনি গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সমূহ নিয়ে আলোচনা করেন। ও মোট গ্রাম আদালতে মামলা হয়েছিল ৭৮ টি নিষ্পত্তি করা হয়েছে ৬৮ টি। আর মামলা গুলো নিষ্পত্তি করা হবে বলে এলাকার মানুষদের গ্রাম আদালতে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ শওকত আলী। তিনি সভায় উদ্দেশ্যে ও গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল গফফার . ডালিয়া পারভিন( চুমকি). সহ ইউপি সদস্য মন্ডলি ও প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালতের ইউনিয়ন সহকারী মেহেদী হাসান ।