‘দেবী’র চমকে ‘জাদুকর’ জয়া আহসান!

‘দেবী’ চলচ্চিত্রটি মুক্তির পরেও প্রেক্ষাগহে চলছে ‘দেবী’ জ্বর। বর্তমানে ছবিটি এখন দেশে ছেড়ে বিদেশের মাটিতেও তৈরি করেছেন উন্মাদনা। তবে শুরু থেকেই ‘দেবী’র প্রচারণা নিয়ে চলছে ভিন্ন আয়োজন। আর তারই ধারাবাহিকতায় এবার ‘দেবী’ এর প্রচারণার জন্য ছবির অভিনেত্রী জয়া আহসান হলেন ‘জাদুকর’।

বৃহস্পতিবার বিকেলে ছবির প্রচারণার জন্য ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দর্শনার্থীদের সামনে হঠাৎই হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান। আর দর্শকের অনুরোধে অভিনব কায়দায় যাদুও পরিবেশন করেন তিনি।

তবে যাদুর এই পর্বটি পরিচালনা করেছেন দেশের খ্যাতনামা যাদুশিল্পী শাহীন শাহ। রুম্মান রশীদ খান-এর সঞ্চালনায় এই যাদু প্রদর্শনী’টি ছিল উপস্থিত দর্শকদের জন্য বিশেষ চমক।

এ বিষয়ে জয়া আহসান বলেন, আমরা দেবী চলচ্চিত্রে শুনেছি প্রকৃতি বড়ই অদ্ভুত, কিছু সত্য সে পরম মমতায় লুকিয়ে রাখে। আমরা সেই লুকিয়ে থাকা অলৌকিকের ব্যাখা সাধারণ যুক্তি দিয়ে বারবার বোঝার চেষ্টা করি। বুঝতে না পারলে কাকতালীয় ঘটনা বলে চালিয়ে দিই।

তিনি আরো বলেন, এই ভাবনা থেকেই যাদু করবার ঝুঁকি নিয়েছি। এতদিন দর্শক হিসেবে যাদু নিয়ে অনেক প্রশ্ন ও রহস্যের গন্ধ খুঁজে বেরিয়েছি। এবার নিজে যাদু দেখাতে গিয়ে বুঝলাম, সত্যিই অনেক অলৌকিক ঘটনার যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এটিই বোধ হয় প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য।

রিভাইভের সার্বিক সহযোগিতায় এই যাদু প্রদশর্নীর ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন।

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তার উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

মনস্তাত্ত্বিক ও যুক্তিনির্ভর ‘দেবী’ ছবির গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ অনেকে।

ছবিটি নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থবছরের সরকারি অনুদান পান জয়া আহসান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)