আজ শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউজিল্যান্ড ও ভারত ম্যাচের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে এবারের আসরের।
গায়ানার জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে আরো দুইটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টা।
টি-টোয়েন্টিতে টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪-তে ঘরের মাঠে ১০ দলের মধ্যে নবম হয় বাংলাদেশ। এরপরের আসরে অবশ্য বাছাইপর্ব খেলেই বিশ্বকাপে অংশ নেয় জাহানারা-সালমারা।
ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচের সবকয়টিতেই হারে টাইগ্রেসরা।তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ অবশ্য আগের দুইবারের মতো দুর্বল নয়। গত জুনে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রুমানা-সালমারা। ফলে ভালো কিছুর প্রতীক্ষায় বাংলাদেশ।
আজ প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বিশ্ব টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশের গ্রুপে অন্য দলগুলো যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
প্রতিটি দলই শক্তিশালী হওয়ায় সফলতা পাওয়া সহজ হবে। উইন্ডিজ যেমন বর্তমান চ্যাম্পিয়ন তেমনি ইংল্যান্ডও সাবেক চ্যাম্পিয়ন।
ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন রুমানা, জাহানারারা। তাতে মিশ্র ফল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে সহজেই হারিয়েছেন তারা। তবে শেষ প্রস্তুতি ম্যাচে ৮ রানে হার পাকিস্তানের কাছে।
গায়ানার পর ১২ নভেম্বর সেন্ট লুসিয়ায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। একই মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ ১৪ নভেম্বর। সে মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ১৯ নভেম্বর ।