ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেন তামিম
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর ঢাকা টেস্টে তামিম ইকবালকে খেলানো নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক দিন ধরে। তামিম স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে দলে ফেরার সমূহ সম্ভাবনার কথাও জানিয়ে রাখলেন দেশসেরা এই ওপেনার।
বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে আরো কয়েকটা দিন পর পুরোপুরি ব্যাটিং অনুশীলন করতে পারবেন বলে সংবাদমাধ্যমকে জানানা তিনি।
নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেছেন, আমি মনে করি আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারবো। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে চাচ্ছিলাম ঠিকই, কিন্তু এ চাওয়াটা ছিল তিন থেকে চার সপ্তাহ আগে। বর্তমান কন্ডিশন অনুযায়ী আমি এখনো তৈরি নই। এছাড়াও ফিজিও আমাকে অনুমতি দেবেন না।
আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।