যে কারণে ৩০ ডিসেম্বর নির্বাচন চায় যুক্তফ্রন্ট

সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এছাড়া মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখও পিছিয়ে দেয়ার আহ্বান জানান তিনি। তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বি চৌধুরী বলেন, তফসিল ঘোষণাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনোনয়নপত্র দাখিলের সময় অত্যন্ত কম।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাত্কার গ্রহণ ইত্যাদির ব্যবস্থা করা বেশ কঠিন হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়ারও আহ্বান জানান তিনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)