তালায় গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা
“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় গ্রাম আদালত বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা সমন্বয়কারী মোঃ ইউনুস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনডিপি বাংলাদেশের সাতক্ষীরা জেলা সহায়তাকারী এস এম রাজু জবেদ, তালা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অনিমেষ বিশ্বাস, গ্রাম আদালত সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীন প্রমুখ।
বক্তারা গ্রাম আদালতের উপকারীতা তুলে ধরে বলেন, বিগত দিনে জেলা আদালতে মামলা করতে হাজার হাজার টাকা খরচ হতো এবং বছরের পর বছর মামলা নিষ্পত্তি করতে সময় লেগে যেতো। কিন্তু বর্তমান সরকারের এই উদ্যোগ গ্রাম-বাংলার শেষ প্রান্তের মানুষের দোর-গোড়ায় পৌছে দিয়ে সঠিক বিচার পেতে সহায়তার লক্ষে গ্রাম আদালত চালু করেছেন। গ্রাম আদালতে একটি ফৌজদরী মামলা করতে ১০ টাকা এবং দেওয়ানী মামলা করতে ২০ টাকা ফি দিতে হয় সরকারকে। এই মামলা নিস্পত্তির মেয়াদ ৯০ দিন করা হয়েছে। তবে কোন জটিল সমস্যা থাকলে সেক্ষেত্রে সর্বচ্চ ১২০ দিনের মধ্যে মামলার নিস্পত্তি করা হয়। গ্রাম আদালতের কার্যক্রম তালা উপজেলায় ২০১৭ সালে শুরু করে অদ্যাবধি ৯৬৬টি মামলা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৯৩৮টি মামলা নিষ্পত্তি এবং ২৮টি মামলা বিচারাধীন রয়েছে। নিস্পত্তিকৃত মামলার অভিযোগকারীদের ১কোটি ৪১ লাখ ২ হাজার ৪৭ টাকা আদায় করা হয়েছে বলে বক্তারা জানান। এ সময় ইউনিয়ন গ্রাম আদালত সহকারী, সাংবাদিক, এনজিও কর্মী ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।