আশাশুনিতে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রমমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। বুধবার এ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে উপজেলার বুধহাটা বাজারে আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, করাত কল (লাইসেন্স) বিধিমালা- ২০১২ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধি- ২০১০ আইনে “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ও অপচনশীল প্লাস্টিকের প্যাকেটে পণ্য সরবরাহ এবং করাতকল (লাইসেন্স) না থাকায়” বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা করা হয়েছে, চাউল ব্যবসায়ী দিলীপ দেবনাথকে ১০ হাজার টাকা, গৌর দেবনাথকে ১০ হাজার টাকা, সুমঙ্গল দেবনাথকে ১০ হাজার টাকা, শম্ভু দেবনাথকে ২ হাজার টাকা, আঃ কাদেরকে ৫ হাজার টাকা ও গোবিন্দ সাধুকে টাকা। এছাড়া খোকন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)