তালা-কলারোয়া আসনের প্রার্থী ২৮:জনসাধারণের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকে চায় সাধারণ ভোটাররা
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) আসনের হাট-বাজার, রাস্তায়-ঘাট, চা স্টল, দোকান পাট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে কে কোন দলের হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন লাভের আশায় দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। কুশল বিনিময় করছেন সাধারণ ভোটারদের সাথে। মাঝে মাঝে করছেন গণসংযোগ। এছাড়া দলের মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্নভাবে লবিং গ্রুপিং অব্যাহত রেখেছেন।
;
সাতক্ষীরা-১ আসনের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে এই আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ অন্যান্য দলের সম্ভাব্য ২৮ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. অনিত মূখার্জী, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মুজিব, কেন্দ্রীয় সৈনিকলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য সরদার আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান (মৃন্ময় মনির), তালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাবেক ছাত্রনেতা অ্যাড. মোহাম্মদ হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি, কেন্দ্রীয় জেএসডির জলবায়ু বিষয়ক সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা উপজেলা জেএসডির সভাপতি প্রফেসর আবু বক্কর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ এর আব্দুল আজিজ, স্বতন্ত্র অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও ব্যবসায়ী জামান।
পলাশ মন্ডল, রাজু মল্লিক, ফয়সাল ইসলাম, ফাতেমা খাতুনসহ একাধিক সাধারণ ভোটাররা বলেন, আমরা এমন একজন শক্তিশালী প্রার্থীকে ভোট দেবো যিনি জনসাধারণের কল্যাণে কাজ করবে। এখন পর্যন্ত পাটকেলঘাটা এলাকায় নেই কোন নিরাপদ পানি ব্যবস্থাপনা, নেই কোন ভালো খেলার মাঠ, নেই কোন পাবলিক লাইব্রেরী, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, এক সময়কার খরস্রতা নদী ‘কপোতাক্ষ’ নদী রক্ষায় নেওয়া হয়নি কোন কার্যকরী পদক্ষেপ। যিনি ক্ষমতায় আসেন তিনিই নিজের ও পরিবারের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধির আমলে আমাদের নির্বাচনী এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আমরা চায় যিনি আমাদের প্রতিনিধি হবেন তিনি আমাদের এলাকায় দৃশ্যমান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।