দুর্দান্ত সৌম্য, শতকের আক্ষেপ
এশিয়া কাপের পর থেকেই দুর্দান্ত ফর্মে সৌম্য সরকার। জাতীয় লিগে তো রানের ফোয়ারা ছুটছেই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে সেটিও দারুণ এক শতকে পরিণত করেছেন। তার আগে শতক করেছিলেন প্রস্তুতি ম্যাচেও। এবারে সেই ফর্মকে টেনে নিয়েছেন বগুড়ার মাঠে। জাতীয় লিগে রংপুরের বিপক্ষে আজ করেছেন ৮৩ রান। শতকের আক্ষেপ নিয়ে অবশ্য মাঠ ছাড়তে হয়েছে এই স্টাইলিশ ব্যাটসম্যানকে।
বগুড়া জেলা স্টেডিয়ামে খুলনা ও রংপুরের মধ্যকার ম্যাচে তৃতীয় দিনের খেল শেষে সৌম্য সরকার আর নুরুল হাসানের জোড়া অর্ধশতকে ৬ উইকেটে ১৯২ রান করেছে খুলনা।
১১১ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৩ রান করে সোহরাওয়ার্দি শুভর শিকার হন সৌম্য। ৫২ রান করা নুরুল হাসানকে ফেরান মাহমুদুল হাসান। জিয়াউর রহমান ১৭ আর মঈনুল ইসলাম ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
এর আগে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নামা রংপুর বিভাগ ৮ উইকেটে ২৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫০ রানে অপরাজিত ছিলেন ধীমান ঘোষ। সোহরাওয়ার্দি শুভ করেন ৪৮ রান। ৬২ রান খরচায় ৪টি উইকেট নেন আবদুর রাজ্জাক।
Please follow and like us: