একসঙ্গে ৩ মন্ত্রীর পদত্যাগ

ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে পদত্যাগ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী বরাবর এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ হয়েই প্রধানমন্ত্রীর কাছে যাবে এ পদত্যাগ পত্র।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মন্ত্রী সভার আনুষ্ঠানিক সমাপ্তি শেষে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী সভার টেকনোক্র্যাট মিনিস্টারদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, অন্যরা স্ব-পদে বহাল থাকবেন। তাদের পদত্যাগ করতে হবে না।’

তিনি বলেন, ‘জোটের বিষয়ে আমাদের দফায় দফায় বসতে হবে। এখন আমাদের এঙ্গেজ থাকার কোনো সুযোগ নেই।’

টেকনোক্রেট কোটার মন্ত্রী হচ্ছেন:

মোস্তফা জব্বার – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ইয়াফেস ওসমান – বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

মতিউর রহমান – ধর্ম মন্ত্রী

নূরুল ইসলাম বিএসসি – প্রবাসী কল্যাণ মন্ত্রী

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)